কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি এবার আয়কর দফতরও উঠেপড়ে লাগলো। পশ্চিম বর্ধমানের আসানসোল, জামুরিয়ায় বিভিন্ন এলাকায় বুধবার সাত সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন সিবিআই আধিকারিকরাও। অবৈধ কয়লা পাচারে অভিযুক্ত ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর বাড়ি ও অফিসে এদিন সকাল সাতটা থেকেই শুরু হয় তল্লাশি। এই যৌথ দলের নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তাঁরাই সঞ্জয় গুপ্তর বাড়ি ঘিরে রেখেছেন। একই সঙ্গে আসানসোলের জামুরিয়া এলাকাতেও দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আয়কর ও সিবিআই আধিকারিকদের যৌথ দল।
এছাড়া পুরুলিয়ার সাঁতুড়িতেও তল্লাশি চালাচ্ছেন আয়কর কর্তারা। অপরদিকে এদিন সকালেই আসানসোলের মধুকুণ্ডা এলাকায় কয়লা ব্যবসায়ী অক্ষয় মাঝি ও গুরুপদ মাঝির বাড়ি এবং অফিসে হানা দেয় সিবিআই। বুধবার সাতসকালেই এই অভিযান ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল-জামুরিয়া এলাকায়। কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। আসানসোল, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় অসংখ্য খোলামুখ কয়লাখনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করে বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা লুটে নেওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই।
এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তে নামে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই সংক্রান্তে তদন্তের জন্য তথ্য চেয়ে ইসিএল ও ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও যোগাযোগ করছেন তদন্তকারীরা। আরও জানা যাচ্ছে ইসিএলের কয়েকজন আধিকারিকও সিবিআইয়ের র্যাডারে রয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback