সূত্রের খবর, কলকাতা পুরসভার ভোট করানো নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একাংশ চাইছে ভোট করানো হোক দ্রুত, অন্য অংশ ভোট করতে নারাজ। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম চাইছেন এখনই ভোট হলে তৃণমূল হেসেখেলে জিতবে। অপরদিকে প্রশান্ত কিশোর সহ দলের একাংশ মনে করছেন পুরভোটে হিংসা হলে বিধানসভায় অ্যাডভান্টেজ পাবে বিজেপি। তাঁরা চাইছেন ভোট হোক বিধানসভা নির্বাচনের সময় বা একটু আগে।
আগামী ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। গত শুনানিতে আদালত জানিয়েছিল, পুরভোটের নির্ঘণ্ট না জানালে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসিয়ে দেবে তারা। ফলে আদালত কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজ্য সরকার চাইছে একজন নিরপেক্ষ প্রশাসক বসিয়ে মুখরক্ষা করতে। অন্তত এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। পাশাপাশি রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে এও জানাতে চায় করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরভোট এখনই করাতে চাইছে না তাঁরা।
إرسال تعليق
Thank You for your important feedback