৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট। কিন্তু তার আগেই অস্ট্রেলিয়ার ব্যস্ততম শহরটি প্রশ্নের মুখে দাঁড়িয়ে। ব্যাপকভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এই শহরে। শনিবার এই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে অজি ক্রিকেট বোর্ড মহা সমস্যায় পড়েছে। কারণ সফরকারী ভারতীয় দলকে তারা কোনও বিপাকের মুখে ফেলতে চায় না। এই খবর BCCI জানতে পারলে তারাও খেলবে কিনা সন্দেহের। এই ব্যাপারে যথেষ্ট কড়া অস্ট্রেলিয়ান সরকার। কারণ ভারত সফরে আসার পর তাদের নিভৃতবাসে পাঠানো হয়েছিল।
অন্যদিকে, দলের অন্যতম ভরসা ওয়ার্নার আইপিএলে চোট পেয়ে সিডনির বাড়িতে বিশ্রামে, তাঁকে ওখান থেকে সরিয়ে আনা হচ্ছে। কারণ শুক্রবার অজি দল যা ব্যাট করেছে তাতে ওয়ার্নারের উপর ভরসা না করে উপায় নেই। পাশাপাশি ওদেশের ক্রিকেট বোর্ড মেলবোর্ন ক্রিকেট ক্লাবকে জিজ্ঞাসা করেছে পরপর দুটি টেস্ট করার মতো পিচের ব্যবস্থা করা যাবে কিনা, তাদের কথাতেই স্পষ্ট সিডনিতে তৃতীয় টেস্ট হচ্ছে না।
إرسال تعليق
Thank You for your important feedback