২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হলেন ২৬,৩৮২ জন। এনিয়ে মোট সংক্রমিতের সংখ্যা এখন দাঁড়াল ৯৯,৩২,৫৪৭। এনিয়ে টানা দশদিন সংক্রমণের হার ৪ লাখের নীচে রয়েছে। নতুন মৃত্যু ৩৮৭ জনের। মৃত বেড়ে দাঁড়িয়েছে ১,৪৪,০৯৬। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৫.২১ শতাংশ। মোট সুস্থ এখন ৯৪,৫৬,৪৪৯ জন। বুধবার মৃত ৩৮৭ জনের মধ্যে ৭০ জন মহারাষ্ট্রের, পশ্চিমবঙ্গের ৪৫ জন, দিল্লির ৪১ জন, কেরলের ৩৩ এবং উত্তরপ্রদেশের ২০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, মৃতদের ৭০ ভাগেরই কোমরবিডিটি ছিল।
আগস্টের সাত তারিখে দেশে দৈনিক করোনার সংক্রমণ ২০ লাখ পেরিয়ে গিয়েছিল। ২৩ আগস্ট তা হয় ৩০ লাখ। ৫ সেপ্টেম্বর তা ৪০ লাখ ছাড়িয়ে যায়। ১৬ সেপ্টেম্বর তা হয় ৫০ লাখ। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর দৈনিক সংক্রমণ পৌছয় ৭০ লাখে। ২৯ অক্টোবর দৈনিক সংক্রমণ দাঁড়ায় ৮০ লাখ এবং ২০ নভেম্বর তা হয় ৯০ লাখ।
إرسال تعليق
Thank You for your important feedback