ব্রিটিশ টিভি নিয়ন্ত্রক সংস্থা অফকম অর্ণব গোস্বামীর রিপাবলিক ভারতকে ২০ হাজার পাউন্ড জমিমানা করেছে। গতবছর রিপাবলিকের হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে পাকিস্তানি নাগরিকদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার জন্যই এই শাস্তি। ব্রিটিশ সরকার অনুমোদিত অফিস অফ কমিউনিকেশন বা অফকম সেদেশে সম্প্রচার, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।
বিস্তারিত বিবৃতিতে অফকম জানিয়েছে, অর্ণব সঞ্চালিত রিপাবলিক ভারতের পুছতা হ্যায় ভারত অনুষ্ঠানে সম্প্রচারের সব রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বরের অনুষ্ঠানে সঞ্চালক ও কয়েকজন অতিথি কুৎসিত ভাষায় পাকিস্তানের মানুষজন সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছেন। সেসময় দুই দেশের সম্পর্ক খুবই উত্তেজক ছিল। এনিয়ে অফকম প্রচুর অভিযোগ পায়। বারবার পাক নাগরিকদের নোংরা বলা হয়েছে। ব্রিটেনে রিপাবলিকের সম্প্রচারের দায়িত্বে ওয়ার্লড ভিউ মিডিয়া নেটওয়ার্ক। তাদের কাছেও বলা হয়েছে, তাদের এই বিবৃতিটি প্রচার করতে হবে এবং ওই অনুষ্ঠান আর কথখনও দেখানো যাবে না। অনুষ্ঠানটি ভারতের চন্দ্রযান অভিযান নিয়ে হলেও তাতে পাকিস্তানকে অনর্গল তুলোধোনা করা হয়েছে। অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্তা, এক বিজেপি নেতা ছাড়াও পাকিস্তানের ২ জন। পাকিস্তানিরা কথা বলার সুযোগই পাননি বলে অভিযোগ। তাঁদের চিৎকার করে থামিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানিরা, এমনকী, শিশুরাও সবাই সন্ত্রাসবাদী। একজন পাকিস্তানিদের ভিখারি, চোর বলেও মন্তব্য করেছিলেন।
إرسال تعليق
Thank You for your important feedback