ভারতীয় রেলে এক লাখের বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হল। রেল সূত্রে জানা গিয়েছে শূন্যপদের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার, যা তিনটি পর্যায়ে পূরণ করবে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ধাপে ধাপে। ১১ ডিসেম্বর রেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই শূন্যপদে চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এই করোনা কালে এত সংখ্যক চাকরিপ্রার্থীর পরীক্ষার ব্যবস্থা করাও একটা চ্যালেঞ্জ বলে জানিয়েছে রেলমন্ত্রক।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, তিন ধাপে নিয়োগ হবে।
প্রথম ধাপের প্রক্রিয়া চলবে ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। আর শেষ ধাপের প্রক্রিয়া শুরু হবে এপ্রিল মাস থেকে, যা চলবে জুন মাস পর্যন্ত।
করোনা আবহে পরীক্ষা নেওয়া একটা চ্যালেঞ্জ। তাই রেল চাইছে পরীক্ষা হোক চাকরিপ্রার্থীদের নিজেদের রাজ্যেই। সেটা নিশ্চিন্ত করতে চাইছে রেল কর্তৃপক্ষ। এর জন্য যাতে একরাতের জার্নি করেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পোঁছে যেতে পারেন সেই চেষ্টাও করছে রেল। পাশাপাশি পরীক্ষার্থীরা যাতে সামাজিক দূরত্ববিধি মেনে পরীক্ষার হলে বসতে পারেন তার জন্য দুটি শিফটে পরীক্ষা নেওয়ার কথাও ভাবা হচ্ছে রেলের তরফে। বাধ্যতামূলক থাকবে মাস্ক পড়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। সব পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা যাচাই করেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। তাপমাত্রা বেশি হলে ওই পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
রেল আরও জানিয়েছে সমস্ত পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পরীক্ষার দিনক্ষণ ও পরীক্ষা কেন্দ্রের ঠিকানা জানিয়ে দেওয়া হবে। এছাড়া আরও জানানো হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে একটি ঘোষণাপত্রে জানাতে হবে যে তিনি করোনায় আক্রান্ত নন। পুরো প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রত্যেক রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়েছে রেল। পরীক্ষায় যুক্ত সকল পরীক্ষার্থী ও কর্মীদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হবে।
إرسال تعليق
Thank You for your important feedback