সাইড লোয়ারে নতুন সিট, দূরপাল্লার ট্রেন জার্নি এবার আরও আরামদায়ক

দূরপাল্লার ট্রেনে ভ্রমণ আরও আরামদায়ক করতে উদ্যোগী হয়েছিল রেলমন্ত্রক। সেই মতো ট্রেনের কামরায় অনেক কিছুই পরিবর্তন করেছিল রেলের ইঞ্জিনিয়াররা। এবার আরও এক বড় পরিবর্তন আনা হল কামরায়, রেলের দাবি যাত্রী স্বাচ্ছন্দ্যে এটা যুগান্তকারী হতে চলেছে। এর ফলে দূর পাল্লার ট্রেনে যাত্রা আরও আরামদায়ক হবে বলেও দাবি করেছে রেল। কী সেই পরিবর্তন? 

সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ভিডিও টুইট করেন। তাতেই দেখা যাচ্ছে ট্রেনের কামরায় সাইড লোয়ার বার্থে একটি বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ভিডিও-তে দেখা যাচ্ছে দূরপাল্লার কোচের সাইড আপার ও লোয়ার সিটের আসনগুলি পরিবর্তন করা হয়েছে। যেমন আগে সাইড লোয়ারের দুটি সিটের হেলান দেওয়ার অংশগুলি নামিয়ে শুতে হত যাত্রীদের। এরফলে বার্থটি উঁচু-নীচু হতো। যার ফলে যাত্রীদের শুতে অসুবিধা হতো। দীর্ঘদিন ধরে চলে আসা এই ব্যবস্থায় দূরপাল্লার ট্রেনের যাত্রীরা শারীরিক অসুবিধার অভিযোগ করতেন। এবার সাইড লোয়ার আসনের জন্য থাকছে শোয়ার জন্য আলাদা একটি বেড। যেটি জানলার দিকের দেওয়ালে সাঁটা থাকবে, এবং প্রয়োজনে সেটি তুলে জায়গা মতো পেতে দিলেই হবে। এতে বেডটি আর উঁচু-নীচু থাকবে না। যাত্রীদেরও আর আরামে ঘুমাতে অসুবিধা হবে না। দেখে নিন সেই ভিডিও…

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم