রাজগীরে দেশের দ্বিতীয় গ্লাস ব্রিজ


বিদেশ বিভুঁই চিন কিংবা পাহাড়ি সিকিমে গ্লাস স্কাইওয়াক নয়, এবার রাজগীরেই তৈরি হল বিহারের প্রথম ও দেশের দ্বিতীয় ‘গ্লাস ব্রিজ’। আগামী বছরই এই ব্রিজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে বলে খবর। ঋষিকেশে লক্ষ্মণ ঝুলার পর এটি ভারতের দ্বিতীয় সেতু। 

চিনের হাংজু প্রদেশের ৩০০ মিটার উঁচু গ্লাস ব্রিজের আদলে তৈরি হয়েছে বিহারের রাজগীরে এই ২০০ ফুট উঁচু, ৮৫ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রশস্ত এই সেতুটি। একসঙ্গে ৪০ জন পর্যটককে এই সেতুতে ওঠার অনুমতি দেওয়া হবে। প্রথম থেকেই পর্যটকদের পছন্দের ভ্রমণ তালিকায় রয়েছে ইতিহাস বিজড়িত রাজগীর। এবার উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক সাফারি পার্ক তৈরি হতে চলেছে এখানে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সাফারি পার্কের অনুমোদন দিয়েছেন। 

রাজগীরের এই জু সাফারি পার্ক তৈরির কাজ প্রায় শেষ। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে এটি। এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকবে। এছাড়াও এই পার্কে থাকবে অত্যাধুনিক রোপওয়েও। তাতে চড়ে সরাসরি পৌঁছনো যাবে বুদ্ধস্তূপে। নতুন বছরে এই সাফারি পার্ক ও গ্লাস ব্রিজ খুলে গেলেই  রাজগীরে নেচার অ্যাডভেঞ্চারেরও সুযোগ পাবেন পর্যটকরা। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم