আজ থেকে ৫০ বছর আগে তথাকথিত সুপারস্টার বলে কিছু ছিল না। বলিউডের বাজারে তখন ডজন ডজন নায়ক নায়িকা। রাজ কাপুর, দিলীপকুমার, দেব আনন্দ থেকে সুনীল দত্ত, রাজেন্দ্রকুমার, জিতেন্দ্র, সবে উঠে আসছেন রাজেশ খান্না। অমিতাভ বচ্চনের সব ছবি ফ্লপ। স্বর্ণযুগ ছিল ৬০ এর শেষ থেকে ৭০ দশক। অন্যদিকে ওয়াহিদা রেহমান, মীনাকুমারী থেকে শর্মিলা, মালা সিনহার ছবির ছবি হিট হচ্ছে। কিন্তু কী ছিল ছবির অন্দরের ছবি? এই নিয়েই সিনেমা তৈরি করলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। গুড্ডি। এক নতুন নায়িকা তৈরি করলেন, জয়া ভাদুড়ী। কিন্তু মূল পুরুষ চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এবং নিজের চরিত্রে।
সিমার জগতে কত ঘাত প্রতিঘাত গুড্ডি ছবিতে নির্মমভাবে তা তুলে ধরেছিলেন হৃষিকেশ। ধর্মেন্দ্র নিজের ভূমিকায় স্পষ্ট করেছিলেন যে এত যে তারা প্রাণ হাতে নিয়ে ফাইট করেন আসলে তা নকল। নকল সোনার পিছনে কত প্রতিভা নষ্ট হবে যায় তারও বিবরণ ছিল ধর্মেন্দ্রর ভূমিকায়। নির্মম এই রঙিন দুনিয়ার নকল দিকটা তুলে ধরেছিলেন হৃষিকেশ ধর্মেন্দ্রর মাধ্যমে ঠিক ৫০ বছর আগে।
إرسال تعليق
Thank You for your important feedback