বছরের শুরুতেই জিও নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য সুখবর। ১ জানুয়ারি ২০২১ থেকেই দেশের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার মুকেশ আম্বানির টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, ট্রাই-য়ের তরফে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বা আইইউসি তুলে নেওয়ার ফলেই গ্রাহকদের এই সুবিধা দিতে পারবেন তাঁরা।
২০১৯ সালে ট্রাই, বিল অ্যান্ড কিপ ব্যবস্থার সময়সীমা ২০২০ সালের ১ জানুয়ারির পর বাড়িয়ে দিয়েছিল। জিও-র তরফে বলা হয়েছিল, গ্রাহকদের কাছ থেকে অফ-নেট ভয়েস কলের জন্য চার্জ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। তা হবে প্রযোজ্য আইইউসি চার্জের সমান হার। তবে জিও তার গ্রাহকদের আশ্বাস দিয়েছিল যে এই চার্জটি কেবল ততক্ষণ অব্যাহত থাকবে যতক্ষণ না ট্রাই আইআইসি চার্জ বাতিল করে দেয়। সেই প্রতিশ্রুতিই পালন করেছে সংস্থা। অবশ্য অন-নেট ঘরোয়া ভয়েস কলগুলি সবসময় বিনামূল্যেই করা যেত জিও নেটওয়ার্কে।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জিও ভারতীয় নাগরিকদের ভিওএলটিইয়ের মতো উন্নত প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্য করে প্রতিশ্রুতিবদ্ধ। সবচেয়ে কম মূল্যে উন্নত মানের পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।
إرسال تعليق
Thank You for your important feedback