শুভেন্দু, রাজীবের পর এবার আসানসোলের মুখ্য প্রশাসক তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তিনিও রাজ্য সরকারের বিরোধিতা করে চিঠি দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেইসঙ্গে ইস্তফা দিলেন দুটি কলেজের গভর্নিং বডি থেকে। সূত্রের খবর, রাজ্যের সিদ্ধান্তেই আসানসোল স্মার্টসিটি প্রকল্পের জন্য কেন্দ্রীয় অনুদান পায়নি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ জিতেন্দ্র তেওয়ারির। ফিরহাদ হাকিমকে লেখা চিঠিতে তিনি সেটাই জানিয়েছেন বলে জানা গিয়েছে।
আসানসোল স্মার্টসিটি প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার জানিয়েছিল সেই টাকা দেবে তাঁরাই। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি বলেই ক্ষোভ প্রকাশ করেছেন আসানসোলের মুখ্য প্রশাসক তথা বিধায়ক। এরপরই তিনি রানিগঞ্জ গার্লস কলেজ ও রানিগঞ্জ টিডিবি কলেজের গভর্নিং বডি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যের উচ্চশিক্ষা দফতরে নিজের ইস্তফাপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। এই খবর জানাজানি হতেই বাংলার রাজনৈতিক মহলে তীব্র হয়েছে জল্পনা। যদিও পুরো বিষয় নিয়ে মুখ খোলেননি আসানসোলের তৃণমূল বিধায়ক।
জিতেন্দ্র তেওয়ারির বিস্ফোরক অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রেীয় অনুদানেরর টাকা আসানসোলকে নিতে দেয়নি রাজ্য সরকার। ফলে ২,০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন আসানসোল পুরনিগমের মানুষ। এখানেই উন্নয়নে রাজনীতি ও বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। যদিও ঘনিষ্ঠমহলে তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মন্ত্রীকে লেখা চিঠি কীভাবে প্রকাশ্যে চলে আসে? অপরদিকে এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, এর আগেও আমি এই বিষয়ে একাধিকবার চিঠি দিয়েছিলাম ফিরহাদ হাকিমকে। কিন্তু কাজের কাজ হয়নি। এবার সাহসের পরিচয় দিলেন জিতেন্দ্র তেওয়ারি। উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগ এনেছিলেন শিলিগুড়ি পুরনিগমের বাম চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁর মতোই আসানসোলের তৃণমূল বিধায়ক এবার একই অভিযোগ আনলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েও না রাখা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন পুরমন্ত্রীকে দেওয়া চিঠিতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, এতো ভূতের মুখে রামনাম, এতদিন এই অভিযোগ বিরোধীরা করতেন, এবার শাসকদলের নেতারাও করছেন।
إرسال تعليق
Thank You for your important feedback