জন্মদিনে আজ ব্রাত্য স্তালিন


 ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম রাশিয়ার বিপ্লবের হাত ধরে।  তখন দেশে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা CPI ছিল। এরপর দল বারবার ভেঙে নতুন দলের জন্ম হয়েছে | এদের মধ্যে ব্যতিক্রম SUCI এবং RSP তাঁদের বক্তব্য ছিল পার্টি আগে ব্যাক্তি নয়। এরপর CPI ভেঙে CPM হয়েছে, CPM ভেঙে নকশাল।  যাই হোক না কেন পার্টি মনে করেছিল বিপ্লবের পথ এসেছে রাশিয়ার হাত ধরে হলেও প্রবাদপ্রতিম পুরুষ লেনিন। এবং তার থেকেও পথ স্তালিনের। এ নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা CPM-কে স্তালিনপন্থী  হিসাবেই দেখেছে।


জ্যোতিবাবুর জন্মদিন পালন হোক না হোক স্তালিন দিবস কমিউনিস্টরা স্তালিনের জন্মদিনে পুস্পস্তবক দিয়েছেন। তারা যতদিন ক্ষমতায় ছিল সকলেই সে খবর দেখেছে। আজ বহুদিন ক্ষমতার বাইরে বামেরা। তাই কি অবহেলিত থাকলেন স্তালিন, তাঁর জন্মদিনে ?   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم