নাড্ডার কনভয়ে হামলা, ভাঙচুর সিএনের গাড়িতে

ডায়মন্ড হারবারের সরিষায় সভায় যাওয়ার পথে শিরাকোলে অবরোধ করা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়ি। পরপর থাকা কয়েকটি গাড়িতে হামলা চলে। উত্তেজিত তৃণমূলের কর্মীদের হামলায় কনভয়ে থাকা সিএনের গাড়ি ভাঙচুর হয়েছে। গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ভেঙে যায় কাচ। ভাঙার চেষ্টা হয় সিএনের ক্যামেরাও। 

ভাঙচুর হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অনুপম হাজরার গাড়িও। সিএনের রিপোর্টার ভাস্কর বসু ও ক্যামেরাম্যান মেরাজ আলিকেও নিগ্রহ করা হয়েছে। পুলিশ কোনওমতে তৃণমূল কর্মীদের সরায়। দিল্লি ফিরে স্বচক্ষে দেখা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন নাড্ডা। 


রাজ্য সফরের দ্বিতীয় দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে নাড্ডার সভা ঘিরে উত্তেজনা ছিল চরমে। সকাল থেকেই তৃণমূল কর্মীরা কৃষি আইনের প্রতিবাদে ডায়মন্ডহারবারে রেললাইন অবরোধ করেছেন। বিজেপির অভিযোগ, নাড্ডার সভায় যাতে লোকজন আসতে না পারেন সেজন্যই ইচ্ছাকৃতভাবে এমন কর্মসূচি নেওয়া হয়েছে। 


 

বিজেপির অভিযোগ, নাড্ডার আসার পথে রাস্তার বিভিন্ন মোড়ে বিজেপির পতাকা সমস্ত পতাকা খুলে নেওয়া হয়েছে। কুলপি, হটুগঞ্জে পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস। শিরাকোলেও মিছিল করেন তৃণমূল নেতা, কর্মীরা। সরিষাতেও রাস্তার ধারে বাঁধা হয়েছে মঞ্চ। সংগ্রামপুরেও অবরোধ করে তৃণমূলের।


এর আগে এদিন সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এই অভিযোগ জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বুধবার হেস্টিংসে পুলিশ নিরাপত্তায় ঢিলেমি ছিল। বেশ কিছু লোক সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। 

অন্যদিকে, তাঁর সফরের আগেই ডায়মন্ড হারবার টাউনের বিজেপি মণ্ডল সভাপতি সুরজিৎ হালদার ওপর হামলার অভিযোগ উঠেছে। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার রাতে ডায়মন্ড হারবারের ২ নম্বর মন্ডলের সভাপতি শান্তনু মণ্ডলের বাড়িতেও একদল তৃণমূলকর্মী হামলা চালায় বলে অভিযোগ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم