শটগান হাতে পুলিশ! চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করলেন কৈলাশ বিজয়বর্গীয়

সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। এরপর থেকেই তাঁর মৃত্যুর দায় নিয়ে বিজেপি ও রাজ্য পুলিশের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে। পুলিশ তিনটি টুইট করে দাবি করে, শটগানের গুলিতেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর, আর এই ধরনের শটগান ব্যবহার করে না রাজ্য পুলিশ। তাঁরা আরও জানায়, মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই কেউ বা কারা এটা ঘটিয়েছে। পুলিশের একই সুরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও বিজেপিকেই কাঠগড়ায় তোলেন। 


এবার সোশাল মিডিয়ায় চাঞ্চল্যকর একটি ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। একই ভিডিও টুইট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন তুলেছেন,‌ ‘‌পশ্চিমবঙ্গ পুলিশ কি শটগান ব্যবহার করে না?‌ তা হলে এটা কী?‌’ উল্লেখ্য, সেই ভিডিও–তে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশকর্মী বন্দুকে গুলি ভরে চালাচ্ছেন। যেটি দেখে শটগান বলেই মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও অনেক পুলিশকর্মী। 

 

(এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন) চাঞ্চল্যকর ভিডিওটি শেয়ার করে কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেছেন, ‘প্যালেট গান ব্যবহারের কথা অস্বীকার করে মিথ্যা কথা বলছে রাজ্য পুলিশ। উল্টে বিজেপি–র কর্মী–সমর্থকদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে’। পাশাপাশি তিনি পুরো ঘটনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কৈলাশ।
অপরদিকে শিলিগুড়ি থানায় বিজেপির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে স্বতপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। 

 


সূত্রের খবর, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ সহ বেশ কয়েকজন নেতার নাম রয়েছে ওই এফআইআরে। সোমবার বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে অশান্তি ছড়ানো, পুলিশকে কাজে বাধা, হিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। মোট সাতজনের নাম রয়েছে এইআইআরে। পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে আটকও করেছে শিলিগুড়ি পুলিশ। 

ছবিঃ কৈলাশ বিজয়বর্গীয়র টুইট করা ভিডিওর স্ক্রিনশট




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم