নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নিরাপত্তা বাড়ল কৈলাশের

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সুর চড়িয়ে সরব হয়েছিল বঙ্গ বিজেপি। ওই হামলায় জেপি নাড্ডার গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় কোনও আঘাত লাগেনি তাঁর। কিন্তু হাতের লিগামেন্ট ছিঁড়ে কৈলাশ বিজয়বর্গীয়র। কমবেশি আহত হয়েছিলেন আরও কয়েকজন বিজেপি নেতা। 

এবার বিতর্ক এড়াতে বিজেপির সর্বভারতীয় নেতা তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়ানো হল। এবার থেকে তাঁর নিরাপত্তা হবে জেড ক্যাটাগরি। আগে তিনি ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন। কৈলাশের জন্য বরাদ্দ হয়েছে একটি বুলেটপ্রুফ গাড়িও। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কৈলাশ বিজয়বর্গীয়ের নিরাপত্তা জেড প্লাস ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। নাড্ডার কনভয়ে হামলার পর থেকেই কেন্দ্র-রাজ্য সম্পর্কে পতন হয়েছে। সংঘাত বেড়ে যায় রাজ্যের দুই শীর্ষ আমলাকে দিল্লিতে তলব করার পর। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এরমধ্যেই কেন্দ্রের তরফে কৈলাশের নিরাপত্তা বাড়ানোয় এই তরজা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم