খবর হওয়ার জন্য কিছু মানুষ স্বাভাবিক জীবনে মানসিক রোগ নিয়ে আসেন। এই সমস্যা দেখা গিয়েছিলো দ্বিতীয় যুদ্ধের আগে পরে হিটলারের। আমাদের দেশেও এই নেশা অনেকেরই ছিল এবং আছে। প্রয়াত সিনেমা অভিনেত্রী নার্গিস দত্ত রঙিন দুনিয়া ছাড়ার পর রাজ্যসভার কংগ্রেস সদস্য হয়েছিলেন, তিনি প্রায়ই দুমদাম প্রেসের সামনে মন্তব্য করতেন। একবার সত্যজিৎ রায়কে আক্রমণ করে বসেন, পরে ইন্দিরা গান্ধির ধমক খেয়ে চুপ হয়ে গিয়েছিলেন।
ইদানিং এই সমস্যায় ভুগছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিতর্ক ছড়িয়ে আপাতত মুম্বই ছাড়া, কৃষি আন্দোলনের বিরুদ্ধে কটাক্ষ করে খোদ নিজ ভূমি হিমাচল প্রদেশেই সংকটে পড়লেন অভিনেত্রী। তাঁর মন্তব্যের দায়িত্ব কেন্দ্রীয়মন্ত্রকও নিতে নারাজ। কিন্তু তাঁকে থামাবে কে ? এবার নগ্নভাবে আক্রমন করলেন সংগীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জকে। বললেন দিলজিতের অনুগামীরা তাঁকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নাকি ধর্ষণ করছে। এতেই বিস্তর চটেছেন দিলজিৎ। এর আগেও কঙ্গনার মন্তব্যে তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন এবার কেস বাড়লো আরও একটি।
إرسال تعليق
Thank You for your important feedback