বিতর্কপ্রেমী কঙ্গনা রানাউত এবার আইনি সমস্যায় পড়লেন। তাঁর সঙ্গে বলিউডের সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের রোজই টুইট যুদ্ধ হচ্ছে। দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আগে বাড়িয়ে মন্তব্য করাটা কঙ্গনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন দিলজিৎ। তবে এবার হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের বিষয়ে তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে মুখ খুলে আইনি পত্র পেলেন। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে আইনি নোটিশ পাঠানো হল। শুধু তাই নয়, কঙ্গনার টুইটারে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার আবেদনও করা হয়েছে।
কৃষক আন্দোলনে যোগ দেওয়া মাহিদার কাউর নামক এক বৃদ্ধার সম্বদ্ধে তিনি টুইট করেছিলেন, "একে তো ১০০ টাকা দিলেই পাওয়া যায়।" তাঁর মন্তব্য, যিনি নাকি শাহিনবাগের দাদি বিলকিস বানোক নিয়ে। এতে আগুনে ঘি পড়ার মতো জ্বলে উঠেছে পাঞ্জাব নাগরিকরা। তারা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, মুম্বই থেকে বিতাড়িত কঙ্গনাকে এবার হিমাচল থেকে বিদায় করব।
إرسال تعليق
Thank You for your important feedback