এবার মাদক মামলায় প্রযোজক-পরিচালক করণ জোহরকে সমন পাঠাল NCB। নিজের বাড়িতে ড্রাগ পার্টি করার অভিযোগও উঠেছে করণের বিরুদ্ধে। এছাড়া বলিউডে মাদক যোগেও নাম উঠেছে তাঁর। এই বিষয়ে এবার করণকে জিজ্ঞাসাবাদ করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। নিজের সমর্থনে যাবতীয় তথ্য ও প্রমাণ জমা করতে বলা হয়েছে তাঁকে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্ত করতে গিয়ে উঠে এসেছে বলিউডে মাদক যোগের কথা। সেইসূত্রেই ফের একবার নজরে আসে করণ জোহরের বাড়িতে আয়োজিত ড্রাগ পার্টি। সেই পার্টির ভিডিও ভাইরাল হওয়ায় দেখা যায় অতিথি হিসেবে ছিলেন রণবীর কাপুর, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, অর্জুন কাপুর সহ বলিউডের তাবড় তাবড় তারকারা। তবে তাঁরা মাদক সেবন করেছিলেন কিনা সে বিষয়ে প্রমাণ মেলেনি। বিষয়টি অস্বীকার করেছিলেন পরিচালকও। এবার এই বিষয়টিই যাচাই করে দেখবে NCB।
إرسال تعليق
Thank You for your important feedback