দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক, পরিণতি পেয়েছিল বুধবার। ধুমধাম করে প্রেমিকার সঙ্গে বিয়ে হয় বাঘাযতীনের যুবক নীলাদ্রি চক্রবর্তীর। কিন্তু বৌভাতের সকালেই অস্বাভাবিক মৃত্যু বরের। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে নীলাদ্রির।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১০ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে হয় বছর ২৬-এর নীলাদ্রির। করোনার জন্য বাড়ির কাছেই বড় মাঠ জুড়ে প্যান্ডেল বেঁধে দুদিন ধরে হওয়ার কথা ছিল বৌভাত। জানা গেছে, শুক্রবার বন্ধুদের সঙ্গে দীর্ঘক্ষণ পার্টি করেন তিনি। এরপর শনিবার ভোরবেলা ছেলেকে ডাকতে এসে সাড়া পাননি বাবা নিশীথ চক্রবর্তী। পরে দেখা যায় সারা ঘর ধোঁয়ায় ভর্তি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত বলে জানান চিকিৎসকরা।
পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেট ধরিয়েই ঘুমিয়ে পড়েন তিনি। তার থেকেই আগুন লেগে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর। কিন্তু মদ্যপান করায় কিছু টের পাননি তিনি। ফলে ঘুমের মধ্যেই দমবন্ধ হয় মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত তথ্য জানা যাবে।
নিজের ফেসবুকে সদ্যবিবাহিতা স্ত্রীর সঙ্গে নিয়ে ছবিও পোস্ট করেন নীলাদ্রি। তাতে ক্যাপশন ও লেখেন, অপেক্ষার অবসান। আমাদের চক্রবর্তী পরিবারে তোমাকে স্বাগত। কিন্তু বৌভাতের সকালেই এই মর্মান্তিক পরিণতি। আনন্দের পরিবেশ বদলে এখন গোটা বাড়ি থমথমে, শোকস্তব্ধ গোটা পাড়াও।
إرسال تعليق
Thank You for your important feedback