কয়লা পাচার কাণ্ডে ফের তলব লালাকে, নোটিশ ১০ ব্যবসায়ীকেও

কয়লা পাচার কাণ্ডের তদন্তে জাল গোটাতে চাইছে সিবিআই। এবার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-কে সিবিআই তলব করল। যদি সোমবার বেলা ১১টার মধ্যে কলকাতায় সিবিআই অফিসে হাজির না হন, তবে লালা-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দিয়েছে সিবিআই তদন্তকারীরা। অপরদিকে কয়লা পাচারের কিংপিন লালা-র ১০ সহযোগী ব্যবসায়ীকেও নোটিশ পাঠিয়েছে সিবিআই। 

সূত্রের খবর, এরা প্রত্যেকেই লালার কোর টিমের সদস্য। তাঁরাই মূলত এই বেআইনি কয়লা পাচারের কারবার দেখাশোনা করতেন। উল্লেখ্য, সম্প্রতি সিবিআইয়ের সঙ্গে আয়কর দফতর যৌথভাবে ওই সমস্ত ব্যবসায়ী ও লালা ওরফে অনুপ মাঝির বাড়িতে হানা দিয়েছিল। তাতেই বিপুল পরিমান সঙ্গতিহীন সম্পত্তির হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। শুধুমাত্র লালা-র আয় বহির্ভূত সম্পদ প্রায় ১৫০ কোটি টাকা। ফলে যত তাড়াতাড়ি সম্ভব লালার হদিশ পেতে চাইছে সিবিআই। তাঁরা আয়কর দফতরের কাছ থেকেও যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে। 

অপরদিকে সিবিআই জানতে পেরেছে, গরুপাচার চক্রের মূল পাণ্ডা এনামুল হকের সঙ্গেও ব্যবসায়িক যোগাযোগ ছিল লালার। তাঁর নেটওয়ার্ক ব্যবহার করেই লালা কয়লা পাচার করতেন। এনামুল সিবিআই হেফাজতে রয়েছে। লালাকে ধরতে পারলে তাঁকেও এনামুলের মুখোমুখী বসিয়ে জেরা করতে চায় তদন্তকারীরা। ইতিমধ্যেই তৃতীয়বার নোটিস সাঁটিয়ে আসা হয়েছে লালার বাড়িতে। কিন্তু তাঁর টিকিও খুঁজে পাচ্ছে না সিবিআই গোয়েন্দারা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم