আরও ছয় সপ্তাহ জেলেই লালু


লালু অনুগতরা আশা করেছিলেন, শুক্রবার তৃতীয় মামলাতেও জামিন পেতে পারেন লালুপ্রসাদ যাদব। কিন্তু তাদের হতাশ হতে হল। ঝাড়খন্ড হাইকোর্ট আজ জানিয়ে দিল, ৬ সপ্তাহ বাদে শুনানি হবে জামিনের বিষয়ে। লালুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে তার দুটিতে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন, বাকি ছিল দুমকা ট্রেজারি মামলার একটি, সেটির শুনানি ৬ সপ্তাহের জন্য মুলতুবি রাখা হল।

দুমকা ট্রেজারিতে লালুর বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। শুক্রবার লালুর আইনজীবী আবেদন করেন, ৭ বছর জেলের অর্ধেক সময় জেলেই কাটিয়েছেন তাঁর মক্কেল। অতএব এবার শুনানি হোক আবেদনের। সিবিআই পক্ষে আইনজীবী জানান, লালুর মেয়াদ এখনো সাড়ে তিনবছর পার হয়নি। ফলে শুনানি আপাতত স্থগিত করেছেন বিচারপতি। ফলে ৬ সপ্তাহ আরও জেলেই কাটাতে হবে লালুকে। তারপর শুনানি।    


1 تعليقات

Thank You for your important feedback

  1. আপনাদের এই চ্যানেল বরাবর স্পষ্টবাদী,এজন্য আপনাদের সাধুবাদ জানাই এবং আপনাদের চ্যানেলের খবরই সবসময় দেখি আমি,কিন্তু কিছুদিন ধরে আপনাদের মোবাইল ফোনের অ্যাপ্লিকেন টি একেবারেই কাজ করছে না আর ওয়েবসাইটে ভালো ইন্টারনেট স্পীড থাকা সত্ত্বেও লাইভ সম্প্রচার মাঝে মাঝেই একেবারে থেমে যাচ্ছে, পেজটি রিফ্রেশ করলে আবার ঠিক হচ্ছে এবং live tv সুইচটি কাজ করছে না, এগুলোর দিকে নজর দিলে আমাদের মতো দর্শক যারা টিভিতে না কম্পিউটার বা স্মার্ট ফোনে আপনাদের চ্যানেলটি দেখে তারা উপকৃত হবে।

    ردحذف

إرسال تعليق

Thank You for your important feedback

أحدث أقدم