জমিদখলের প্রতিবাদ করে আক্রান্ত ৪, শ্লীলতাহানির অভিযোগ



জমিদখলের প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের চার সদস্য। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লিচু মোড় এলাকায়। শুধু মারধোর নয়, দুষ্কৃতীরা পরিবারের মেয়েদের শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। অভিযুক্ত ছোটন সাহা সহ বেশ কয়েকজনের নামে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার। ঘটনার পরই পলাতক অভিযুক্তরা, তদন্ত শুরু করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে খবর, ইংরেজবাজার থানার নরহাটা পালপাড়া এলাকার বাসিন্দা সীমন্তকুমার পাল। স্থানীয় লিচু মোড়ে তাঁদের ৩৩ শতক জমি রয়েছে। ছোটন সাহা সহ বেশ কয়েকজন স্থানীয় জমি মাফিয়া ওই জায়গা দখল করার চেষ্টা করছিল। এমনকি মাঝে মাঝেই বাড়িতে চড়াও হয়ে তাঁদের হুমকিও দিত বলেও দাবি আক্রান্তদের। 

অভিযোগ, বুধবার দলবল নিয়ে ছোটন সাহা তাদের পরিবারের উপর হামলা করে।এমনকি মহিলাদের শাড়ি টেনে ছিঁড়ে, তাঁদের শ্লীলতাহানিও করা হয়। এরপরই সীমান্তকুমার পাল পুলিশের দ্বারস্থ হন। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।      


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم