তীব্রতর যৌথ আন্দোলনে রাজ্য বাম কংগ্রেস

আগামী বিধানসভা নির্বাচনে এক সাথেই লড়বে ধার্য হয়ে গিয়েছে। রাহুল গান্ধি ও সীতারাম ইয়েচুরি তাতে শিলমোহরও দিয়ে দিয়েছেন। আপাতত বাকি আসন রফা। কিন্তু আসন নিয়ে কোনও দ্বন্দ্বে যেতে নারাজ কংগ্রেস রাজ্য সভাপতি অধীর চৌধুরী। একই সাথে মুখ্যমন্ত্রীর মুখ নিয়েও মুখ খুলছেন না তিনি। এখন তাঁরা জানাচ্ছেন, যৌথ আন্দোলন চলবে লাগাতার এবং তীব্রতর হবে নানা ইস্যুতে। পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম জানান, কংগ্রেস, বাম সহ তৃণমূল বাদে বাকি ধর্মনিরপেক্ষ দল নিয়েই তাদের নয়া জোট তৈরি হবে।

আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার বামেদের ডাকা প্রতিবাদ আন্দোলন শুরু হচ্ছে রানি রাসমণি রোডে। এই আন্দোলনে বিমান বসু আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসকে। কংগ্রেসের আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন বলে বামেদের জানানো হয়েছে। বামেদের এই সমাবেশ দিল্লির কৃষি আন্দোলনকে সমর্থন করে, এরপর তাঁরা জানুয়ারি থেকে আন্দোলনকে নিয়ে যাবেন সমস্ত জেলায় | 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم