রবিবার রাতে লা-লিগায় নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ঘরের মাঠে লেভান্তির বিরুদ্ধে করা মেসির গোলেই ম্যাচ জিতল বার্সেলোনা। কিছুদিন আগেই মারা গিয়েছেন আর্জেন্তিনা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক মারাদোনা। তারপরই তাঁর ছেলে দাবি তুলেছিলেন, বার্সেলোনা সহ যেসব ক্লাবে তাঁর বাবা খেলেছেন, সেই ক্লাবগুলির ১০ নম্বর জার্সি অবসরে পাঠানো হোক। এই তালিকায় ছিল বার্সেলোনা ক্লাবের নামও। সেই ক্লাবের ১০ নম্বর জার্সিতেই মেসি নতুন রেকর্ড করলেন। ১০ নম্বর জার্সি গায়ে ৬০০ গোল করলেন মেসি। পাশাপাশি বার্সেলোনার হয়ে এদিন ৬৪১ তম গোল মেসির। একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করেছেন ফুটবল সম্রাট পেলে, ৬৪৩টি গোল। অন্যদিকে মেসির গোল সংখ্যা ৬৪১। আর দুটি গোল করলেই ফুটবল সম্রাটকে ছুঁয়ে ফেলবেন মেসি।
That's 6️⃣0️⃣0️⃣ Leo #Messi goals with the Nº 🔟! pic.twitter.com/QMvVtTfMZK
— FC Barcelona (@FCBarcelona) December 13, 2020
إرسال تعليق
Thank You for your important feedback