সমস্ত ব্রিটেন জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের কড়াকড়ি চলছে। রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অনেকটা কার্ফু জারি করা হয়েছে। ৫ জনকে একজায়গায় জড়ো হতে দেওয়া হচ্ছে না। পাব রেস্টুরেন্ট কাফে বন্ধ। সামনের ক্রিসমাসকে বাড়িতেই পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াইন, কেকের দোকান খোলা থাকলেও কিন্তু ভিড় না করে লাইন দিয়ে কিনতে নির্দেশিকা আছে।
২৬ ডিসেম্বর থেকে ছ'সপ্তাহের জন্য উত্তর ইংল্যান্ডে লকডাউন ঘোষণা কড়া হয়েছে। ২৮ থেকে বন্ধ হচ্ছে ওয়েলস, তাও অনির্দিষ্টকালের জন্য। অবস্থা বুঝে লকডাউন তোলা হবে। স্কুল কলেজ আপাতত ছুটি, জানুয়ারির মধ্যভাগ থেকে খুলতে পারে। কিন্তু প্রত্যেকদিন করোনা টেস্ট করে প্রবেশ করতে হবে বিদ্যালয়ে। মোটের উপর অলিখিত ভাবে ক্রিসমাস উৎসব বাতিল করলো বরিস সরকার।
إرسال تعليق
Thank You for your important feedback