গত ৬ মাসে দেশে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন। যা গত ৬ মাসের মধ্যে সবচেয়ে কম। ফলে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্তদের। বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৭,৮৫০ জন। অপরদিকে দৈনিক সংক্রমণের হার কমলেও বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ২১ হাজার ৪৩০ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন। আবার দৈনিক মৃত্যুর হারও কমেছে অনেকটা।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সারা দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মাত্র ২৭৯ জনের। সবমিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৪ হাজার ৬২২ জনের।  সবচেয়ে খারাপ হাল মহারাষ্ট্রের। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১৬ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬০ জনের। মহারাষ্ট্রের পরে করোনা পরিস্থিতি গুরুতর রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলে। সেই তুলনায় পশ্চিমবঙ্গের হাল ভালোই। রাজ্যের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৩ জন। গত জুলাই মাসের পর যা সর্বনিম্ন। আশার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া যায়নি।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم