চালু হল মাঝেরহাট ব্রিজ, নতুন নাম ‘জয়হিন্দ সেতু’

 ভেঙে পড়ার ২ বছর ৩ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার চালু হল নতুনভাবে তৈরি মাঝেরহাট সেতু। বৃহস্পতিবার বিকালে সেতুটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল দক্ষিণ কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাঝেরহাট সেতু। তার আগে কলকাতা পুলিশের তরফ থেকে মাঝেরহাট ও তারাতলা-আলিপুর সংলগ্ন এলাকায় যান চলাচলের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুটির নতুন নাম রেখেছেন ‘জয়হিন্দ সেতু’।

 

 কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মাঝেরহাট সেতু চালু হলে, ভারি ও মাঝারি পণ্যবাহী গাড়ি ছাড়া যে কোনও উত্তরমুখী গাড়ি ও যাত্রীবাহী বাস ডায়মন্ড হারবার রোড থেকে মাঝেরহাট সেতু হয়ে যেতে পারবে। এক্ষেত্রে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি তারাতলা ক্রশিং থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে হাইড রোড-হেস্টিংস মোড় হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যেতে পারবে গাড়িগুলি। অপরদিকে, ডায়মন্ড হারবার রোড এবং আলিপুর থেকে দক্ষিণমুখী সব গাড়িই মাঝেরহাট রেলসেতু দিয়ে যেতে পারবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। 




উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের, আহত হয়েছিলেন ২৫ জন। বেশ কয়েকটি গাড়ি ও বাস ক্ষতিগ্রস্থ হয়। ওই মাসেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে ব্রিজটি তৈরি করা হবে। সেইমতো তৈরি হয় নতুন নকশা, ঠিক হয় দ্বিতীয় হুগলি সেতুর মতো কেবল স্টেড ব্রিজ তৈরি হবে। কিন্তু রাজ্যের তৈরি নকশায় ২৯টি ত্রুটি পায় রেল কর্তৃপক্ষ। 

 

অবশেষে ২০১৯ সালের জুলাই মাসে নতুন নকশায় সায় দেয় রেল। ২০২০ সালের প্রথম দিকে শুরু হয় কাজ। তবে লকডাউনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে কয়েকমাস বন্ধ ছিল সেতুর নির্মানকাজ। ৩৮৫ টন ভার বহনে সক্ষম এই নতুন মাঝেরহাট সেতু নির্মানে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم