বোলপুরে অমিত শাহর রাস্তায় পাল্টা রোড-শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি একটি প্রশাসনিক সভাও করবেন মুখ্যমন্ত্রী। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, ওই রোড শো-তে আড়াই লাখ মানুষের সমাবেশ হবে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর বোলপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ২৯ ডিসেম্বর করবেন রোড শো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি রাজ্য সফরে এসে বোলপুরেই রোড শো করেছিলেন। ওই মেগা র্যালিতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আর বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে তাঁকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অমিত শাহ। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুব্রত। তাঁর হুঙ্কার, ‘বাইরে থেকে কোনও লোক নয়, আমার জেলার মানুষকে নিয়েই আড়াই লাখ লোকের জমায়েত করব। আমাদের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষকথা। অমিত শাহের পাল্টা উত্তর তাঁরাই দেবেন’। অনুব্রত এদিন আরও বলেন, আগে ঠিক ছিল ২৭ ডিসেম্বর বোলপুর আসবেন মুখ্যমন্ত্রী। কিন্তু সোমবারই জানানো হয় ২৮ তারিখ প্রশাসনিক সভা ও ২৯ তারিখ বঙ্গধ্বনি যাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে। তাই প্রচার-পাল্টা প্রচারে জমজমাট রাজ্য রাজনীতি।
إرسال تعليق
Thank You for your important feedback