নতুন বছরে নতুন সম্ভাবনার বার্তা দিয়ে ৯.৫ লাখ পড়ুয়াকে চিঠি মুখ্যমন্ত্রীর


নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যের ৯.৫ লাখ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে পড়ুয়াদের নিরাশ না হয়ে আগামী বছর নতুন আশা ও সম্ভবনার জন্য তৈরি থাকার বার্তা দিয়েছেন তিনি। এই বছর করোনা সংক্রমণের জন্য বিশেষ ভালো যায়নি, তবে নতুন বছরে সব স্বাভাবিক  হয়ে যাবে বলেই আশা মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, দ্বাদশশ্রেনীর সাড়ে নয় লাখ পড়ুয়াদের সম্প্রতি ট্যাব দেওয়ার কথা জানিয়েছিলেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। 


 

প্রসঙ্গত, ২০২০-এর মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। অনলাইনে ক্লাস হলেও অনেক সেই সুযোগ পায়নি বলেই দাবি। এদিকে ইতিমধ্যেই জুন মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছে শিক্ষা দফতর। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে অ্যাকাউন্টে পাঠানো ১০ হাজার টাকা দিয়ে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনে নেওয়ার পরামর্শও দিয়েছেন।    


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم