সাতসকালে ডাম্পারে পিষ্ট স্কুটার চালক, পথ অবরোধ


 

শুক্রবার সকালে পুরুলিয়া জেলায় নিতুড়িয়া থানার অন্তর্গত মেকতলা রেলগেটের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলগেটের সামনে একটি ডাম্পার ও স্কুটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই স্কুটার চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম পরিমল পাল (৩০)। এরপরই  ক্ষতিপূরণ এবং যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয়রা রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধে তিনঘন্টার বেশি সময় রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তাঁরাই অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। মৃতের বাড়ি নিতুড়িয়া থানার রংডি গ্রামে। 

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই  স্কুটার চালক কিছু সামগ্রী নিয়ে রঘুনাথপুর দিক থেকে আসছিল। মেকতলা রেলগেটের কাছে উল্টোদিক দিয়ে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁর স্কুটারে। মৃত্যু হয় স্কুটার চালকের। ডাম্পারের ধাক্কায় আরেক জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। আহত ব্যাক্তিকে নিতুড়িয়ার হাড়মাড্ডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ডাম্পারটি রেখে চালক ও খালাসি পালিয়ে যায়। নিতুড়িয়া থানার পুলিস ডাম্পারটিকে আটক করেছে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم