আজ ম্যাঞ্চেস্টারের ডার্বি


শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়র লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলের লড়াই ঘিরে পারদ চড়ছে ম্যাঞ্চেস্টারে। দশ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার সপ্তমস্থানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও অষ্টমস্থানে ম্যাঞ্চেস্টার সিটি। দীর্ঘ অপেক্ষার পর ইপিএলে গ্যালারিতে কম সংখ্যক দর্শক নিয়ে হতে চলেছে ম্যাঞ্চেস্টারের ডার্বি। 

 চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগের কাছে হেরে ছিটকে গিয়েছে ম্যান ইউ। কিন্তু প্রিমিয়র লিগে শেষ চার ম্যাচে টানা জয় পেয়েছে রেড ডেভিলস। তাঁদের চিন্তার মূল কারন হল চলতি মরশুমে হোম গ্রাউন্ডে খেলায় একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে, চোট সারিয়ে দলে ফিরছেন ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল।    


গত মরশুমে রেড ডেভিলসের কাছে দুবার হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। এবার সেই হারের বদলা নিতে মাঠে নামছে গুরু পেপ গুয়ার্দিওলার ছেলেরা। দশ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ও দুই ম্যাচ হেরে ১৮ পয়েন্টে ইপিএলে অষ্টমস্থানে রয়েছে সিটি। সবমিলিয়ে মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বির দিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা ।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم