স্বর্ণযুগের শংকর

স্বর্ণ যুগের যে কজন আজ জীবিত তার মধ্যে অন্যতম সাহিত্যিক শংকর। পুরো নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়, পূর্ববঙ্গের উদ্বাস্তু ছিল তাঁর পরিবার, তাঁর লেখনিতে বারবার তা উঠেও এসেছে। বনগাঁয় জন্ম হলেও বড় হয়েছেন হাওড়ায়। চাকরি করেছেন কলকাতা হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফেডেরিক বারওয়েল সাহেবের চেম্বারে বাবু হিসেবে। তারপর কর্পোরেট হাউসে। সে কারণে তাঁর লেখায় সিংহভাগই ছিল কর্মক্ষেত্রের বিষয়। ' কত অজানারে' থেকে 'চৌরঙ্গী' যেমন পরিচিত শংকরকে পাওয়া গিয়েছে তেমনই রামকৃষ্ণ বা বিবেকানন্দ নিয়ে আলাদা রচনাও লিখেছেন তিনি। ৭০ দশকে ছোটদের জন্য লেখালেখি শুরু করেন।

তাঁর সাহিত্য নিয়ে সত্যজিৎ রায় দুটি ছবি তৈরি করেন, সীমাবদ্ধ ও জন অরণ্য। শোনা যায় যে, বাস্তব জগতের কর্পোরেট অফিস রাজনীতি এবং বেকার যুবকদের বাধ্য হয়ে দালাল হয়ে যাওয়ার কাহিনী সত্যজিৎকে মুগ্ধ করেছিল। তপন সিংহ করলেন শংকরের সায়েন্স ফিকশন এক যে ছিল দেশ। এরকম বহু ছবি হয়েছে তাঁর উপন্যাস নিয়ে। উত্তমকুমার নিজে দায়িত্ব নিয়ে চৌরঙ্গী উপন্যাস নিয়ে ছবি করেন। আজ কলকাতার শেরিফ শংকরের ৮৭ বছর পূর্ণ হল। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم