মদ্যপ অবস্থায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল ১৭ জনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের দুমকা জেলার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে বাজার থেকে ফিরছিলেন ওই মহিলা। বছর ৩৫-এর ওই মহিলা পাঁচ সন্তানের মা। অভিযোগ, ফেরার সময় ওই দম্পতির পথ আটকায় ১৭ জন মদ্যপ ব্যক্তি। আচমকাই তাঁদের উপর চড়াও হয়। বাধা দিলে ওই গৃহবধূর স্বামীকে আটকে রেখে তার উপর নির্যাতন করে অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তবে অভিযোগকারিণীর বয়ানে কিছুটা অসঙ্গতি রয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।


দুমকা গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা নিয়েছে জাতীয় মহিলা কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলে, ঝাড়খন্ডের পুলিশ আধিকারিককে চিঠি পাঠিয়েছেন চেয়ারপারসন রেখা শর্মা। কমিশন জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টও  চেয়েছেন তারা। এদিকে এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم