আয়ুর্বেদ ছাত্রদের অস্ত্রোপচারের অনুমতি, আজ বিক্ষোভে চিকিৎসকরা

আয়ুর্বেদ ডাক্তারদের অস্ত্রোপচার করার অনুমতি দেওয়ার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ। তার ফলে দেশে স্বাস্থ্যপরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কার রয়েছে। কেন্দ্র সম্প্রতি এই নির্দেশ দিয়েছে। তারই প্রতিবাদে ১০ হাজারটি জায়গায় বিক্ষোভ দেখাবেন চিকিৎসকরা। আইএমএ জানিয়েছে, তারা জরুরি নয় এমনব চিকিৎসা এবং করোনা পরিষেবা বাদ দিয়ে বাকি চিকিৎসার কাজ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ রাখবেন। বন্ধ থাকবে আউটডোর। 

২০ নভেম্বর আয়ুষ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন এক নির্দেশে জানিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদ ছাত্রদের স্বাধীনভাবে অস্ত্রোপচার করার প্রশিক্ষণ দিতে হবে। নির্দেশে ৩৯ সাধারণ অস্ত্রোপচার ও ১৯টি অন্য পদ্ধতির তালিকা পাঠানো হয়েছে। আইএমএ সরকারের এই নির্দেশকে সমালোচনা করে নতুন আদেশকে ‘মিক্সোপ্যাথি’ বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, আয়ুর্বেদের ছাত্রদের অস্ত্রোপচারের যোগ্যতা নেই। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم