মঙ্গলবার এক ওষুধ ব্যবসায়ী ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে দুই ধাপে মোট ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি ব্যাঙ্কের থেকে তথ্য নিয়ে দেখেন, ২৫ নভেম্বর ৮ হাজার ও ৩০ নভেম্বর ২০ হাজার ৯৯৯ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুই ধাপে কেটে নেওয়া হয়েছে।ব্যাঙ্কের স্টেটমেন্ট থেকে জানতে পারেন, ওই অনলাইন সংস্থা তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে।
ওষুধ ব্যবসায়ী সুব্রত দে জানান, তিনি কোনওদিন কোনও অনলাইন সংস্থা থেকে কিছু কেনাকাটা করেননি। কিন্তু কীভাবে তাঁর টাকা কাটা গেল বুঝতে পারছেন না। মঙ্গলবার বিকেলে ব্যাঙ্কের দেওয়া তথ্য নিয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ব্যবসায়ীদের প্রতিদিনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে হয় এবং যার ফলে আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার।
إرسال تعليق
Thank You for your important feedback