আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের আইনি উপদেষ্টা সহ আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য রবিউল ইসলাম তার দুটি পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি এবং জেলা তৃণমূলের কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ আচার্য এবং অমিত তুলসিয়ান এরা দুজনেই প্রাক্তন বোর্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। তাঁরা তৃণমূলও ছেড়েছেন।
এদিন শিলিগুড়িতে দল ছেড়েছেন যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপঙ্কর অরোরা ওরফে মানিক। মালদার হরিশ্চন্দ্রপুরের পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা দ্রোণাচার্য ব্যানার্জি। হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা ছিলেন তিনি। দুর্গাপুর পুরসভার বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রশেখর ব্যানার্জি।
إرسال تعليق
Thank You for your important feedback