নেহু-রোহু-র সংসারে আসছে নতুন অতিথি। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে একটি ছবি শেয়ার করেন নেহা কক্কর। ওই ছবিতে নজরে এসেছে বেবি বাম্প। আর এরপরই কানাঘুষো শুরু টিনসেলটাউনে। তবে কি মা হতে চলেছেন গায়িকা। নতুন অতিথি আসার খবর পেতেই ইন্ডাস্ট্রির তারকা, আত্মীয় ও অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নেহার ইন্সটাগ্রাম। কিন্তু নেটিজেনদের একাংশ আবার মনে করছে, এটা হয়ত তাঁদের আসন্ন মিউজিক ভিডিও শুটের ছবি।
এদিন নীল একটি জাম্প স্যুট পরে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন নেহা, তাতে ক্যাপশন দেওয়া #KhyaalRakhyaKar। একই ছবি শেয়ার করেছেন রোহনপ্রীতও। সেখানে নেহাকে সাবধানে থাকার কথাও বলেন তিনি। মাত্র দুই মাস আগেই বিয়ে হয়েছে নেহার। তবে বেবিবাম্প দেখে অনেকেই বলছে কয়েক মাসের অন্তঃসত্ত্বা তিনি। এনিয়ে শুরু হয়েছে সমালোচনাও। তবে এসবে কান দিচ্ছেন না বলিউডের এই হ্যাপেনিং কাপল।
إرسال تعليق
Thank You for your important feedback