নতুন সংসদ ভবনের শিলান্যাস আজ

বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া গেটের কাছে তার প্রতীকী ভূমিপূজন হবে। সুপ্রিম কোর্ট এই অনুষ্ঠানের অনুমতি দিলেও এখনই কোনওরকম নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন সংসদ ভবনের জন্য খরচ হবে ৯৭১ কোটি টাকা। চারতলা এই নতুন ভবন তৈরি হবে ৬৪,৫০০ বর্গ মিটার জমিতে। ২০২২ সাল নাগাদ নির্মাণ শেষ হবে বলে জানানো হয়েছে। এই ভবনে যৌথ অধিবেশনের সময় ১,২২৪ জন সাংসদের বসার জায়গা থাকবে। লোকসভায় থাকবে ৮৮৮টি আসন এবং রাজ্যসভায় থাকবে ৩৮৪টি আসন। 


সংসদ ভবনের চারপাশে ইন্ডিয়া গেট পর্যন্ত ১৩.৪ কিলোমিটার রাজপথের দুধারে নয়া কেন্দ্রীয় অঞ্চল (ভিস্টা) তৈরি করতে খরচ ধরা হয়েছে ২০ হাজার কোটি টাকা। ভূমিপূজনের পর শিলান্যাস, তারপর মোদির ভাষণ শুরু হবে বেলা ১টি নাগাদ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم