করোনার নতুন আরও মারাত্মক চরিত্রের ভাইরাসের সন্ধান মিলল দক্ষিণ আফ্রিকায়। ব্রিটিশ স্বাস্থ্যসচিব ম্যাট হেনকক জানিয়েছেন, ব্রিটেনে এই নতুন ভাইরাসের নমুনা ২ জনের দেহে পাওয়া গিয়েছে। তারা দুজনেই দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এমন লোকের সংস্পর্শে ছিলেন। এর সংক্রমণ ক্ষমতা আরও বেশি। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, সেখানে নতুন চরিত্রের ভাইরাস পাওয়া গিয়েছে। সেটাই ভয়ঙ্কর সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই ব্রিটেনে নয়া পরিবর্তিত ভাইরাস ঠেকাতে নানারকম ব্যবস্থা নিতে শুরু করেছে। ৪০টি দেশ ব্রিটেনের উড়ান বন্ধ করে দিয়েছে। এই ভাইরাস ৭০ শতাংশ বেশি সংক্রমণ ছড়ায়।
এদিকে, ব্রিটেন থেকে ভারতে আসা অন্তত ২২ জনের দেহে করোনা ধরা পড়েছে। দিল্লিতে ১১ জন, অমৃতসরে ৮ জন, কলকাতায় ২ জন, চেন্নাইয়ে ১ জনের দেহে সংক্রমণ দেখা গিয়েছে। তবে নতুন করোনাভাইরাসের লক্ষণ মেলেনি। তাঁদের নমুনা পুনের ন্যাশনাল ইন্সটিটউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback