উচ্চতা বাড়ল এভারেস্টের!

এভারেস্টের উচ্চতা বেড়েছে ০.৮৬ সেন্টিমিটার! নেপালের বিদেশমন্ত্রী প্রদীপকুমার গ্যাওয়ালি মঙ্গলবার জানিয়েছেন, এভারেস্টের উচ্চতা এখন ৮৮৪৮.৮৬ মিটার। গত একবছর ধরে নানাদিক থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা মাপার কাজ চলছিল। সবরকম তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অতি সামান্য লম্বা হয়েছে সেটি। 


২০১৫ সালে নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পের পর প্রশ্ন উঠেছিল, এভারেস্টের ৮৮৪৮ মিটারের উচ্চতা সম্ভবত ঠিক নয়। তাই সঠিক উচ্চতার খোঁজে চলছিল গবেষণা। এই গবেষণায় নেপালের বিশেষজ্ঞরা ছাড়াও চিনা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছিল। চিনা প্রেসিডেন্ট শি জিনিংয়ের নেপাল সফরের সময়ই এই মর্মে চুক্তিও হয়েছিল। 


স্থানীয় ভাষায় সাগরমাথার উচ্চতা মাপা হয়েছিল ১৯৫৪ সালে। তখন মাপ ছিল ৮,৮৪৮ মিটার। সেটাই ছিল সর্বগ্রাহ্য উচ্চতার মাপ। ১৬৮ বছর আগে বাঙালি অঙ্কবিদ রাধানাথ শিকদার এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। তা ছিল ২৯,০২৮ ফুট বা ৮,৮৪৮ মিটার। ভারতের সার্ভে অফ ইন্ডিয়া এই উচ্চতার পরিমাপখে ফের স্বীকৃতি দেয়।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم