চ্যাম্পিয়ান্স লিগে মেসির মুখোমুখি নেইমার


সোমবার চ্যাম্পিয়ান্স লিগের প্রি কোয়াটার ফাইনালের সূচি প্রকাশ হয়েছে। সেখানেই দেখা গেল মেসির প্রতিপক্ষ নেইমারের দল। ১৭ ফেব্রুয়ারি বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামবে প্যারিস সাঁ জার্মেইন। ২০১৭ সালেও প্রি কোয়াটার ফাইনালে মুখোমুখি হয়েছিল দু দল। ৬-১ ব্যবধানে জয়ী হয়েছিল বার্সা। কিন্তু সেই বারে নেইমার বার্সেলোনায় ছিলেন ও জোড়া গোল করেছিলেন। এই মরশুমের চ্যাম্পিয়ান্স লিগের বিপক্ষে রয়েছেন তিনি।   

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে লাজিয়ো। পোর্তো খেলবে রোনাল্ডোর জুভেন্টাসের সঙ্গে। রিয়াল মাদ্রিদ খেলবে আটালানটার বিপক্ষে। লিভারপুল খেলবে লিপজিগের সঙ্গে। চেলসি খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم