এসসি ইস্টবেঙ্গলে নাইজেরীয় যুব দলের স্ট্রাইকার


অবশেষে স্ট্রাইকার সমস্যা মিটতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের। তীব্র গোলের খরা কাটাতে লাল-হলুদে আসতে চলেছে নাইজেরিয়ার জাতীয় যুব দলে খেলা তরুণ স্ট্রাইকার। তিনি ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়েছেন।  ২২ বছর বয়সী তরুণ নাইজেরিয়ান ফরওয়ার্ড ব্রাইট এনোবাখরে-কে দলে নিতে চলেছেন দলের হেডকোচ রবি ফাওলার। তরুণ এই প্রতিভাবান স্ট্রাইকারের সঙ্গে চুক্তি হলে লাভবান হবে এসসি ইস্টবেঙ্গল, এমনটাই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের। সূত্রের খবর, গ্রিসের দল এইকে এথেন্স ক্লাব থেকে লোনেই এসসি ইস্টবেঙ্গলে আসছেন তরুণ এই স্ট্রাইকার। 

২০১৫ থেকে ২০২০ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভ্যাম্পটন ওয়ান্ডারার্স দলে ছিলেন তিনি। লোনে খেলেছেন উইগান অ্যাথলেটিক্সেও। বর্তমানে ব্রাইট খেলছেন গ্রিসের ঐতিহ্যশালী ক্লাব এইকে এথেন্সে। এই দলের হয়ে ইউরোপা লিগের একটি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করেছেন। মাত্র ২২ বছর বয়স হলেও অত্যন্ত প্রতিভাবান এই তরুণ নাইজেরিয় স্ট্রাইকার ইউরোপের বড় ক্লাবে খেলে ফেলেছেন বেশ কয়েকটি মরশুম। শেষ খবর অনুযায়ী ভিসা সমস্যা মিটে গিয়েছে ব্রাইটের, ভারতে পৌঁছে যেতে মঙ্গলবারের মধ্যেই। এরপর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটিয়ে অনুশীলণে যোগ দেবেন দলের সঙ্গে। 



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم