বিজেপি করায় বৃদ্ধকে বস্তাবন্দি করে হেনস্থার অভিযোগ

জয় শ্রীরাম বলা ও এলাকায় বিজেপি করার অপরাধে এক বৃদ্ধকে বস্তাবন্দি করে দোকানে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর জেরে উস্থি থানার একতারা এলাকার আটপাড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল বিজেপির সক্রিয় কর্মী। ঘটকপুর দ্বীপের মোড়ে তাঁর নিজের গ্রিলের দোকান রয়েছে। আক্রান্ত ব্যক্তি  অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার একতারার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি ফেলুরাম হালদার ও তার অনুগামী ভুলু হালদার, সমীর হালদার, সনাতন নস্কর তাঁর দোকানে চড়াও হয়। ফেলুরাম হালদার এলাকায় সংখ্যালঘু উন্ধয়নদফতরের মন্ত্রী গিয়াস মোল্লার অনুগামী বলেই পরিচিত।

এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও জয় শ্রী রাম বলার অপরাধে তাঁকে বেধড়ক মারধরও করে। পরে দোকানের ভিতরেই একটি বস্তায় বন্দি করে তাঁকে দোকানে আটকে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোনওমতে রাতের দিকে বস্তা থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর বৃদ্ধের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দোকান খুলে তাঁকে উদ্ধার করেন। তাঁরাই বাড়িতে খবর দিয়ে সঙ্গে সঙ্গে বানেশ্বরপুর হাসপাতালে ভর্তি করেন বিকাশ মণ্ডলকে। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। 

বিজেপির অভিযোগ, এই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করলেও পরে অভিযোগ দায়ের করে পুলিশ। স্থানীয় বিজেপি নেতা বিজেপি মহিতোষ সরদার বলেন, তৃণমূল প্রশাসনকে সঙ্গে নিয়ে দিনের পর দিন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ফেলুরাম হালদার।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم