রাতের কলকাতায় বেপরোয়া গতির বলি তরুণী

রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি হলেন এক তরুণী। মঙ্গলবার রাতে দুর্ঘটনায় মৃত্যু হল ঋত্ত্বিকা মজুমদার (২০) নামে বেলুড় মঠের তরুণীর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বন্ধু দেবাদিত্য সেনের (২২) সঙ্গে কেনাকাটা করে স্কুটি চেপে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। হেস্টিংস থানা এলাকায় এক বেপরোয়া লরি তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে স্কুটি নিয়ে রাস্তার পাশের এক গর্তে পড়ে যান দুজন। 

 

স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক পুলিশের কর্মীরা দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসাপাতালে নিয়ে যান। বুধবার ভোরে মৃত্যু হয় ঋত্ত্বিকার। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দেবাদিত্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই লরির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। যেখানে দুর্ঘনটা ঘটেছে সেখানে কোনও সিসিটিভি নেই। তবে গাড়ির নম্বর মিলিয়ে ওই রাস্তার পরের সিগনালের সিসিটিভি খতিয়ে গাড়িটিকে চিহ্নিত করেছে পুলিশ। দুজনেরই বাড়ি বেলুড় থানা এলাকায়।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم