সীমান্তে ৬০ হাজার কৃষক, হিমসিম হরিয়ানার পুলিশ


আলোচনার জন্য কেন্দ্রের নতুন প্রস্তাব নিয়ে মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠক করবেন আন্দোলনরত কৃষকরা। ওই প্রস্তাবে একেবারে আইনের ধারা ধরে ধরে কথার আশ্বাস দিয়েছে সমস্যা মেটাতে মরিয়া কেন্দ্র। কখন কেন্দ্রের সঙ্গে আলোচনা হবে তাও ঠিক করবেন তাঁরা। এর আগে কৃষি আইন প্রত্যাহার না হলেও কোনও আলোচনা হবে না বলে জানিয়েছিলেন কৃষক নেতারা। 

অন্যদিকে, দিল্লি -হরিয়ানা সীমান্তে প্রতিদিনই আরও বেশি কৃষক এসে জড়ো হচ্ছেন। এতে রীতিমতো চিন্তায় হরিয়ানার পুলিশ। এত লোকের চাপ তাদের কার্যত দিশেহারা করেছে। পুলিশের হিসেবে, বিভিন্ন সীমান্তে কম করেও ৬০ হাজার কৃষক জড়ো হয়েছেন। পাঞ্জাব ছাড়াও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও অন্য রাজ্য থেকেও লোকজন আসছেন। পুলিশ সব জায়গায় ব্যারিকেড বসিয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনই যাচ্ছেন নিজের রাজ্য গুজরাতের কচ্ছে। সেখানে শিখ চাষি সহ কৃষকদের সঙ্গে তাঁর দেখা করার কথা। তাদের বৈঠকে ডাকা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গদকরি বলেছেন, সমাধানের পথ আলোচনা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم