ভারতীয় বোলাররা নিজেদের বদলান, মত চেতন শর্মার

 


বিশ্বের অন্যতম পেস বোলিং কিছুদিন আগেও ভারতেরই ছিল, তবে অস্ট্রেলিয়াতে গিয়ে সমস্যা হচ্ছে কেন, প্রশ্ন প্রাক্তন পেস বোলারদের। যে দলে যশপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো দ্রুত গতির বোলার রয়েছেন তাঁরা পারছেন না কেন অজিদের আটকাতে, প্রশ্ন তুলেছেন প্রাক্তন পেসার চেতন শর্মা, রজার বিনিরা। চেতন জানাচ্ছেন, নিজেদের লেংথ পাল্টে বল করুক পেসাররা। 


প্রাক্তনীদের ধারণা, সদ্য শেষ হওয়া আইপিএলে নিজেদের নিংড়ে দিয়েছেন ভারতের বোলাররা। কোনও বিশ্রাম না নিয়েই তাঁরা রওনা দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। ফলে ভারতের ওয়ান ডে ম্যাচে ব্যর্থতার মূল কারণই হল ক্লান্তি।  কিন্তু নেটিজেনদের বক্তব্য, অজি বোলাররাও তো আইপিএল খেলেছে? তবে তাঁরা আলাদা কেন? কিন্তু সত্যিটা হলো অস্ট্রেলিয়ান বোলাররাও খুব ভালো বল করতে পারছেন না। তাই পরে ব্যাট করে ভারত দু’ম্যাচেই কী করে ৩০০ রানের গন্ডি পার করেছে? চেতন জানাচ্ছেন, সুইং ঠিকঠাক রাখতে পারলে ভারতীয়রাও সফল হবেন।   

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم