ফের পাকিস্তানের উপর সার্জিকাল স্ট্রাইক করতে পারে ভারত। শুক্রবার আবুধাবিতে এক অনুষ্ঠানে এমনই আশঙ্কার কথা জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাঁর এই মন্তব্যের পরই আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে জল্পনা। বেহাল অর্থনীতি, কৃষক আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে চাপে রয়েছে মোদি সরকার। তাই পাকিস্তানের দাবি, নিজেদের অভ্যন্তরীণ বিষয় থেকে জনগণের নজর ঘোরাতে আবারও সার্জিকাল স্ট্রাইকের ছক কষছে ভারত।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে পাকিস্তান। সেই সূত্রেই সংযুক্ত আরব আমিরশাহি সফরে রয়েছেন পাক বিদেশমন্ত্রী। সেখানেও ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার এক বৈঠক শেষে কুরেশি জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে জানা গেছে, ভারত নিজের বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে গোপনে আলোচনা করেছে পাকিস্তানে ফের সার্জিকাল স্ট্রাইক করার বিষয়ে। দেশের গুরুত্বপূর্ণ বিষয় থেকে নাগরিকদের নজর ঘোরাতেই এই কাজ করতে পারে ভারত সরকার। গোপন সূত্রে খবর পাওয়ার পরই পাকিস্তানের ভারত-পাক সীমান্তে বেশি সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। চলছে কড়া নজরদারিও। তবে এবার পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি পাকিস্তান।
إرسال تعليق
Thank You for your important feedback