পান্ডিয়াকে দেখে শিখুক পাক ক্রিকেটাররাঃ দানিশ কানেরিয়া


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারলেও টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে ভারত। এই জয়ের অন্যতম কারিগর টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে জয়ী হয়েছিল ভারত। তাঁকেই টি-টোয়েন্টি সিরিজের সেরা প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই পুরস্কার তিনি তুলে দেন অস্ট্রেলিয়া সফরে অভিষেক হওয়া ভারতীয় বোলার টি নটরাজনের হাতে। এই বিষয়ে হার্দিকের প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটার সহ তাঁর ফ্যানরা। সেই দলেই রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। তাঁর প্রশংসার পাশাপাশি তিনি নিজের দেশের ক্রিকেটাদের বিঁধলেন। এই ধরনের ঘটনা এর আগে কখনই পাক ক্রিকেটে দেখা যায়নি বলে মত ক্রিকেট বিশেষ্ণদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিকের পাশাপাশি দুরন্ত পারফরম্যান্স দেখান টি নটরাজন। সেই কারণেই হার্দিক পান্ডিয়া সিরিজ সেরার পুরস্কার তুলে দিলেন টি নটরাজনের হাতে। এই সফরের আগে বরুণ চক্রবর্তী চোট পাওয়ায় তাঁকে দলে নেওয়া হয়েছিল।       

হার্দিক পান্ডিয়া ও টি নটরাজনের ছবি নিজের টুইটারে পোস্ট করে দানিশ কানেরিয়া বলেন, এর থেকে ভালো ছবি আর হতে পারে না।‌ হার্দিক সিরিজ সেরা হয়েও নিজের পুরস্কার নটরাজনকে দিয়ে সবার মন জয়ে করে নিয়েছে। আমাদের দেশে কোনও খেলোয়াড় এরকম করেছে কখনও?‌ এই প্রশ্ন করে নিজের দেশের ক্রিকেটাদের বিঁধলেন।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم