দুয়ারে সরকারে ফর্ম জমা দিতে গিয়ে পদপিষ্ট, চাঞ্চল্য পূর্বস্থলীতে


মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প। প্রতিদিনই বিভিন্ন ব্লকে চলছে ক্যাম্প। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নসতপুর পারুলডাঙ্গা উচ্চবিদ্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু সেই ক্যাম্প শুরুর আগেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হলেন বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালেও ভর্তি করাতে হয়। 


 স্থানীয়রা জানান, এদিন প্রায় দশ হাজার মানুষ জমায়েত হয়েছিল পারুলডাঙ্গা উচ্চবিদ্যালয়ে গেটের বাইরে। বিদ্যালয়ের দরজা খুলতেই সকলে হুড়মুড়িয়ে প্রবেশ করতে যান। তখনই বেশ কয়েকজন মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতরা জানিয়েছেন, তাঁরা স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য সেখানে এসেছিলেন। কিন্তু বিদ্যালয়ের দরজা খুলতেই তাঁদের ধাক্কা দিয়ে অনেকে বিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করে। তখনই তাঁরা মাটিতে পড়ে যায় ও তাঁদের ওপর দিয়ে অনেকে চলে যাওয়ায় আহত হন। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, তৃণমূল প্রচার করছে এলাকার সব কাজ ৯ বছরে হয়ে গিয়েছে। তাহলে এত মানুষ এদিন জমায়েত করলেন কেন? 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم