টানা বাড়ছে পেট্রোল-ডিজেলের দর

টানা পাঁচদিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। প্রায় ২ মাস দাম না বাড়ানোর পর ২০ নভেম্বর থেকে জ্বালানি তেলের দর এই নিয়ে ১৪ বার বাড়ল। ১৭ দিনে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ২ টাকা ৩৫ পয়সা, ডিজেল লিটারে ৩ টাকা ১৫ পয়সা। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর থেকে এটাই সর্বোচ্চা দরবৃদ্ধি। ২০ নভেম্বরের আগে ২২ সেপ্টেম্বর থেকে পেট্রোল ও ২ অক্টোবর থেকে ডিজেলর দর বাড়েনি। সোমবার কলকাতায় পেট্রোলের দাম ৮৪ টাকা ৯০ পয়সা। ডিজেলের দাম ৭১ টাকা ০১ পয়সা।

রবিবার পেট্রোলের দর বেড়েছে লিটারে ২৮ পয়সা। ফলে ৮৩ টাকা ১৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮৩ টাকা ৪১ পয়সা। ডিজেল ৭৩ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে হয়েছে লিটারে ৮৩ টাকা ৬১ পয়সা। মুম্বইয়ে পেট্রোলর দর ৯০ টাকা, ডিজেল ৮০ টাকা ছুঁয়েছে। বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলপিছু ৩৬.৯ শতাংশ বেড়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم